বয়লার নিয়ে কিছু প্রশ্ন-উত্তর
* বয়লার ইঞ্জিন কাকে বলে? বয়লার কয় ধরণের হয়? বয়লার কোথায় ব্যবহার করা হয়?
উত্তরঃ নিরাপত্তার ব্যবস্থা সহ যে সুদৃঢ় আবদ্ধ পাত্রের ভেতর পানি রেখে তাতে তাপ প্রয়োগ করে স্টিম উৎপাদন করা হয় তাকে বয়লার বলা হয় । স্টিম তৈরি করার জন্য জ্বালানি হিসেবে সাধারণত কয়লা, কাঠ, তেল ব্যবহৃত হয়।
বয়লার সাধারনত ২ ধরনের হয়ে থাকে। যথাঃ-
উত্তরঃ নিরাপত্তার ব্যবস্থা সহ যে সুদৃঢ় আবদ্ধ পাত্রের ভেতর পানি রেখে তাতে তাপ প্রয়োগ করে স্টিম উৎপাদন করা হয় তাকে বয়লার বলা হয় । স্টিম তৈরি করার জন্য জ্বালানি হিসেবে সাধারণত কয়লা, কাঠ, তেল ব্যবহৃত হয়।
বয়লার সাধারনত ২ ধরনের হয়ে থাকে। যথাঃ-
ক)
ফায়ার টিউব বয়লার এবং
খ)
ওয়াটার টিউব বয়লার।
* ফায়ার টিউব বয়লার ও ওয়াটার টিউব
বয়লারের মাঝে প্রধান পার্থক্য কি?
উত্তরঃ
উত্তরঃ
১।
ফায়ার টিউব বয়লারের টিউবের ভিতরে আগুন থাকে এবং ওয়াটার টিউব বয়লারে টিউবের ভিতরে
পানি থাকে।
* বয়লার মাউন্টিংস বলতে কি বুঝ? পাঁচটি বয়লার মাউন্টিংস এর নাম লিখ।
উত্তরঃ বয়লার মাউন্টিংসঃ
বয়লার
মাউন্টিংস হচ্ছে বয়লারের আবশ্যকীয় সরঞ্জাম যা ছাড়া বয়লার নিরাপদে ও সুষ্ঠভাবে কাজ
করতে পারে না!
৫টি বয়লার মাউন্টিংসের নাম:-
১। সেফটি ভালবস(Safety valves)।
২। স্টপ ভালবস(stop valves)।
৩। ফিড চেক ভালবস(Feed check valves)।
৪। প্রেশার গেজ(pressure gauge)।
৫। ওয়াটার লেভেল
৫টি বয়লার মাউন্টিংসের নাম:-
১। সেফটি ভালবস(Safety valves)।
২। স্টপ ভালবস(stop valves)।
৩। ফিড চেক ভালবস(Feed check valves)।
৪। প্রেশার গেজ(pressure gauge)।
৫। ওয়াটার লেভেল
* ইন্ডিকেটর বয়লার এ্যাকসোসরিজ
বলতে কি বুঝ? পাঁচটি বয়লার এ্যাকসোসরিজ এর নাম
লিখ।
উত্তরঃ বয়লার এক্সেসরিজ:
বয়লার এক্সেসরিজ হচ্ছে এমন কিছু ডিভাইস যা বয়লারের দক্ষতা বৃদ্ধির জন্য বয়লারের সাথে যুক্ত করা যায়!
৫টি বয়লার এক্সেসরিজের নাম:
১। সুপার হিটার(Super Heater)।
২। এয়ার প্রি হিটার(Air pre-heater)।
৩। ড্রাফট(Draft)।
৪। ফিড পাম্প(Feed Pump)।
৫। ইকোনোমাইজার(Economizer)।
উত্তরঃ বয়লার এক্সেসরিজ:
বয়লার এক্সেসরিজ হচ্ছে এমন কিছু ডিভাইস যা বয়লারের দক্ষতা বৃদ্ধির জন্য বয়লারের সাথে যুক্ত করা যায়!
৫টি বয়লার এক্সেসরিজের নাম:
১। সুপার হিটার(Super Heater)।
২। এয়ার প্রি হিটার(Air pre-heater)।
৩। ড্রাফট(Draft)।
৪। ফিড পাম্প(Feed Pump)।
৫। ইকোনোমাইজার(Economizer)।
* সেফটি ভাল্ব কাকে বলে? বয়লারে সেফটি ভাল্ব কেন ব্যবহার
করা হয়? সেফটি ভাল্ব কত প্রকার ও কি কি?
উত্তরঃ সেফটি ভাল্ব:
বয়লারের মধ্যে ষ্টীমের অতিরিক্ত চাপকে যে ভাল্বের সাহায্যে বের করা হয় তাকে সেফটি ভাল্ব বলে।
এটা স্বংক্রিয়ভাবে অতিরিক্ত চাপকে বের করে দেয় এবং বয়লারকে নিরাপদ সীমার মধ্যে কার্যকর রাখে।
উত্তরঃ সেফটি ভাল্ব:
বয়লারের মধ্যে ষ্টীমের অতিরিক্ত চাপকে যে ভাল্বের সাহায্যে বের করা হয় তাকে সেফটি ভাল্ব বলে।
এটা স্বংক্রিয়ভাবে অতিরিক্ত চাপকে বের করে দেয় এবং বয়লারকে নিরাপদ সীমার মধ্যে কার্যকর রাখে।
বয়লারের
নিরাপত্তার জন্য দুটি সেফটি ভাল্ব রাখা হয়, যাতে একটি নষ্ট হলে অপরটি দ্বারা
সাময়িক ভাবে কাজ চালানো যায়।
সেফটি ভাল্ব চার ধরনের হতে পারে। যথা –
১. লিভার সেফটি ভাল্ব।
২. ডেড ওয়েট সেফটি ভাল্ব।
৩. হাই ষ্টীম এন্ড লো ওয়াটার সেফটি ভাল্ব।
৪. স্প্রীং লোডেড সেফটি ভাল্ব।
সেফটি ভাল্ব চার ধরনের হতে পারে। যথা –
১. লিভার সেফটি ভাল্ব।
২. ডেড ওয়েট সেফটি ভাল্ব।
৩. হাই ষ্টীম এন্ড লো ওয়াটার সেফটি ভাল্ব।
৪. স্প্রীং লোডেড সেফটি ভাল্ব।
* ইকোনোমাইজার কি? ইকোনোমাইজার ব্যবহারের সুবিধা কি?
উত্তরঃ ইকোনোমাইজার:- পরিত্যক্ত ফ্লু গ্যাসের তাপকে কাজে লাগানোর জন্য ইকোনোমাইজার ব্যবহার করা হয়। ইকোনোমাইজার দ্বারা পরিত্যক্ত ফ্লু গ্যাসের তাপ ব্যবহার করে ফিড ওয়াটার কে উত্তপ্ত করা হয়।
ইকোনোমাইজার ব্যবহারের সুবিধা:-
১. ১৫% থেকে ২০% জ্বালানী হ্রাস পায়।
২. বয়লারের ষ্টীম উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়।
৩. ইকোনোমাইজার ব্যবহারের ফলে বয়লার টিউবে স্কেল তৈরি হতে পারেনা।
* ফিড ওয়াটার ট্রিটমেন্ট বলতে কি বুঝতে? ফিড ওয়াটার ট্রিটমেন্ট এর উদ্দেশ্য কি?
উত্তরঃ ফিড ওয়াটার ট্রিটমেন্ট:-
বয়লারে পানি প্রবেশ করানোর পূর্বে এর বিভিন্ন অপদ্রব্য দূর করে পানিকে পরিশোধন করাকে ফিড ওয়াটার ট্রিটমেন্ট বলে।
ফিড ওয়াটার ট্রিটমেন্ট এর উদ্দেশ্য:-
১. পানিকে উত্তপ্ত করার ফলে জ্বালানী সাশ্রয় হয়।
২. স্কেল উৎপন্নকারী লবণসমূহকে বয়লারে প্রবেশের পূর্বেই ওয়াটার থেকে পৃথক করা।
৩. বয়লারের ধাতব অংশ ক্ষয়কারী পানিতে দ্রবীভূত গ্যাস দূর করা।
* এয়ার প্রি হিটার কি? এয়ার প্রি হিটার ব্যবহারের
উদ্দেশ্য কি?
উত্তরঃ এয়ার প্রিহিটার:
বয়লারের দহন কার্যে যে বাতাস ব্যবহৃত হয় তাকে তাকে বয়লারে প্রবেশ করানোর পূর্বে যার সাহায্যে উত্তপ্ত করা হয় তাকে এয়ার প্রি হিটার বলে। বয়লারের এ পরিত্যক্ত উত্তপ্ত ফ্লু গ্যাসকে বাতাস উত্তপ্ত করার কাজে ব্যবহার করা হয়।
এয়ার প্রি হিটার ব্যবহারের উদ্দেশ্য :
১. উত্তপ্ত বাতাস প্রবেশ করানো হলে ফার্নেসের তাপমাত্রা বৃদ্ধি পায়, এর ফলে পানিতে বেশি পরিমান তাপ সঞ্চালন করা যায় এবং প্রতি কেজিতে জ্বালানীর বাষ্পায়ন ক্ষমতা বেড়ে যায়।
২. ৩৫°-৪০° তাপমাত্রা বৃদ্ধির ফলে বয়লারের দক্ষতা ২% বৃদ্ধি পায়।
৩. এটা নিম্ন মানের জ্বালানীকে জ্বলনে সহায়তা করে।
উত্তরঃ এয়ার প্রিহিটার:
বয়লারের দহন কার্যে যে বাতাস ব্যবহৃত হয় তাকে তাকে বয়লারে প্রবেশ করানোর পূর্বে যার সাহায্যে উত্তপ্ত করা হয় তাকে এয়ার প্রি হিটার বলে। বয়লারের এ পরিত্যক্ত উত্তপ্ত ফ্লু গ্যাসকে বাতাস উত্তপ্ত করার কাজে ব্যবহার করা হয়।
এয়ার প্রি হিটার ব্যবহারের উদ্দেশ্য :
১. উত্তপ্ত বাতাস প্রবেশ করানো হলে ফার্নেসের তাপমাত্রা বৃদ্ধি পায়, এর ফলে পানিতে বেশি পরিমান তাপ সঞ্চালন করা যায় এবং প্রতি কেজিতে জ্বালানীর বাষ্পায়ন ক্ষমতা বেড়ে যায়।
২. ৩৫°-৪০° তাপমাত্রা বৃদ্ধির ফলে বয়লারের দক্ষতা ২% বৃদ্ধি পায়।
৩. এটা নিম্ন মানের জ্বালানীকে জ্বলনে সহায়তা করে।
* সুপার হিটার কি? ইহা ব্যবহারের উদ্দেশ্য গুলি
লিখ।
উত্তরঃ সুপার হিটার:
বয়লারে যে বাষ্প তৈরি হয় তা আর্দ্র অবস্থায় থাকে। আর্দ্র বাষ্পকে তাপের সাহায্যে সম্পৃক্ত বাষ্পে রুপান্তরিত করতে বয়লারের সাথে যে ডিভাইস ব্যবহার করা হয় তাকে সুপার হিটার বলে।
সুপার হিটার ব্যবহারের উদ্দেশ্য:
১. সুপার হিটেড ষ্টীমে অপেক্ষাকৃত বেশি তাপ থাকে তাই বেশি কাজ পাওয়া যায়।
২. সুপার হিটার ব্যবহারে প্লান্টের দক্ষতা বৃদ্ধি পায়।
৩. সুপার হিটার ব্যবহারে টারবাইন ব্লেডের ক্ষয় কম হয়।
উত্তরঃ সুপার হিটার:
বয়লারে যে বাষ্প তৈরি হয় তা আর্দ্র অবস্থায় থাকে। আর্দ্র বাষ্পকে তাপের সাহায্যে সম্পৃক্ত বাষ্পে রুপান্তরিত করতে বয়লারের সাথে যে ডিভাইস ব্যবহার করা হয় তাকে সুপার হিটার বলে।
সুপার হিটার ব্যবহারের উদ্দেশ্য:
১. সুপার হিটেড ষ্টীমে অপেক্ষাকৃত বেশি তাপ থাকে তাই বেশি কাজ পাওয়া যায়।
২. সুপার হিটার ব্যবহারে প্লান্টের দক্ষতা বৃদ্ধি পায়।
৩. সুপার হিটার ব্যবহারে টারবাইন ব্লেডের ক্ষয় কম হয়।
* বয়লার কেন বিস্ফোরিত হয়?
উত্তরঃ বয়লারে একটি সেফটি ভাল্ব থাকে, যা একটি নির্দিষ্ট চাপে বা প্রেসারে সেট করা থাকে। বয়লারের অবস্থা অনুযায়ী ওই চাপ নির্ধারণ করা হয়। প্রেসার এর চেয়ে বেশি হলে সেফটি ভাল্ব স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার কথা। প্রেসার বেশি হওয়ার পরেও সেফটি ভাল্ব ওপেন না হলে বয়লার বিস্ফোরিত হয়।
উত্তরঃ বয়লারে একটি সেফটি ভাল্ব থাকে, যা একটি নির্দিষ্ট চাপে বা প্রেসারে সেট করা থাকে। বয়লারের অবস্থা অনুযায়ী ওই চাপ নির্ধারণ করা হয়। প্রেসার এর চেয়ে বেশি হলে সেফটি ভাল্ব স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার কথা। প্রেসার বেশি হওয়ার পরেও সেফটি ভাল্ব ওপেন না হলে বয়লার বিস্ফোরিত হয়।
* কনডেন্সার কি?
উত্তরঃ স্টিম টারবাইন কে ঘুরিয়ে যখন বেড় হয় , তখন এই এগজস্ট স্টিমকে ঠান্ডা করার কাজে কনডেন্সার ব্যবহার করা হয় । এটি মাধ্যমে ঠান্ডা পানি স্টিম এর সংস্পর্শে ঘনীভূত হয়ে করে পানিতে পরিনত করা হয়।অর্থাৎ স্টিম কে পানি করে পুনরায় ফিড ওয়াটার হিসাবে বয়লারে সরবারহ করা হয় । একে আমরা হীট একচেঞ্জারও বলে থাকি।
কোন মন্তব্য নেই