Dr. Md.Arif

এসি কারেন্টের সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর

এই প্রশ্ন গুলো একদম বেসিক লেভেলের। আশা করি এই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা যারা জানি তাদের রিভিশন হবে আর নতুনরা অনেক কিছু জানতে পারবো। তাহলে একনজরে দেখে নেই কি কি ইলেকট্রিক্যাল প্রশ্ন আমরা আলোচনা করতে যাচ্ছি।
  1. এসি উৎপাদন করে যে প্রক্রিয়া তার নাম কি?
  2. এসির কয়টি দিক থাকে?
  3. সাইন ওয়েব কোথায় থেকে শুরু হয়ে থাকে?
  4. ফ্রিকোয়েন্সি কি? এবং এর একক কি?
  5. টাইম পিরিয়ড কাকে বলে ও ফেজ এঙ্গেল কি?
  6. এসির মানের সমতুল্য ডিসির মানের নাম কি? আর এম ভ্যালুর অপর নাম কি?
  7. গড় মানের সূত্রটি কি?
  8. পিক ভ্যালু এবং কার্যকারী মানের সম্পর্কটি লিখ?
  9. সাইন ওয়েব পিক ফ্যাক্টর ও ফর্ম ফ্যাক্টর এর মান কত?
  10. ইন্ডাক্টিভ রিয়্যাকট্যান্স এর সূত্রটি কি?
  11. ক্যাপাসিটিভ রিয়্যাক্ট্যান্স এর সূত্রটি লেখ?
  12. ইম্পিড্যান্স কে কী দ্বারা প্রকাশ করা হয়? R-L-C সার্কিটে ইম্পিড্যান্স সূত্রটি লিখ?
  13. রেজোন্যান্স এর কন্ডিশন কি? রেজোন্যান্স এর সময় পাওয়ার ফ্যাক্টর কত হয়?
  14. এসিতে পাওয়ার এর সূত্রগুলো কি কি?

1. এসি উৎপাদন করে যে প্রক্রিয়া তার নাম কি?
এসি উৎপাদন প্রক্রিয়া নাম হলো অল্টারনেটর বা জেনারেটর
2. এসির কয়টি দিক থাকে?
এসির  মূলত দুইটি দিক থাকে
3. সাইন ওয়েব কোথায় থেকে শুরু হয়ে  থাকে?
সাইনওয়েব অবশ্যই জিরো মান থেকে শুরু হবে
4. ফ্রিকোয়েন্সি কি? এবং এর একক কি?
প্রতি সেকেন্ডে এসি পূর্ণ ওয়েবের সংখ্যাকে ফ্রিকোয়েন্সি বলে। এর একক হার্টজ (Hz) বা সাইকেল/সেকেন্ড। f=1/T
5. টাইম পিরিয়ড কাকে বলে ও ফেজ এঙ্গেল কি?
কোনো পরিবর্তনশীল রাশির এক সাইকেল সম্পন্ন হতে যে সময় এর প্রয়োজন হয় তাকেই টাইম পিরিয়ড বলে। ইহাকে T দ্বারা প্রকাশ করা হয়। T=1/f
এসি সার্কিটে ভোল্টেজ ও কারেন্টের মধ্যবর্তী কোণকে ফেজ এঙ্গেল বলে।
6. এসির মানের সমতুল্য ডিসির মানের নাম কি? আর এম ভ্যালুর অপর নাম কি?

এসি মানের সমতুল্য ডিসির মানের নাম আর এম ভ্যালু। আর এম ভ্যালুর অপর নাম ইফেক্টিভ ভ্যালু। আর এম ভ্যালু =০.৭০৭*পিক ভ্যালু
7. গড় মানের সূত্রটি কি?
গড় মান=০.৬৩৬*পিক মান।
8. পিক ভ্যালু এবং কার্যকারী মানের সম্পর্কটি লিখ?
পিক ভ্যালু এবং কার্যকারী মানের সম্পর্ক ঃ পিক ভ্যালু=১.৪১*কার্যকারী মান
9. সাইন ওয়েব পিক ফ্যাক্টর ও ফর্ম ফ্যাক্টর এর মান কত?
সাইন ওয়েবের পিক ফ্যাক্টর এর মান ১.৪১৪ এবং ফর্ম ফ্যাক্টরের মান ১.১১
10. ইন্ডাক্টিভ রিয়্যাকট্যান্স এর সূত্রটি কি? ক্যাপাসিটিভ রিয়্যাক্ট্যান্স এর সূত্রটি লেখ?
ইন্ডাক্টিভ রিয়্যাক্ট্যান্স XL= 2πfL, একক ওহম(Ω), ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স Xc=1/2πfC, একক ওহম(Ω)
11. ইম্পিড্যান্স কে কী দ্বারা প্রকাশ করা হয়? R-L-C সার্কিটে ইম্পিড্যান্স সূত্রটি লিখ?
ইম্পিড্যান্সকে Z দ্বারা লিখা হয় এবং এর একক ওহম (Ω)।  ইম্পিড্যান্স, Z = R J(XL-Xc)।
12. রেজোন্যান্স এর কন্ডিশন কি? রেজোন্যান্স এর সময় পাওয়ার ফ্যাক্টর কত হয়?
রেজোন্যান্স এর কন্ডিশন হলো XL= Xc এবং এর পাওয়ার ফ্যাক্টর ইউনিটি (১) হয়ে থাকে।
13. এসিতে পাওয়ার এর সূত্রগুলো কি কি?
  • একটিভ পাওয়ার (Active power) = VICosφ (W),
  • রিয়াক্টিভ পাওয়ার, (Reactive Power) = VISinφ (VAR),
  • এপারেন্ট পাওয়ার, (Apparent Power)= VI (VA)


(Copy from voltagelab)

কোন মন্তব্য নেই

mammamaart থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.