ট্রান্সফরমার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
- ট্রান্সফরমার কি বা কাকে বলে?
- কার্যপ্রণালীর ওপর ভিত্তি করে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?
- ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয়?
- ব্যবহারের উপর ভিত্তি করে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?
- স্থাপন এর উপর ভিত্তি করে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?
- ফেজের সংখ্যা অনুসারে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?
- ফ্রিকোয়েন্সি অনুসারে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?
- ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি উয়াইন্ডিং কাকে বলে?
- ট্রান্সফরমারে সংযোগ ছাড়া এক কয়েল থেকে অন্য কয়েলে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হয়?
- ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিও কাকে বলে?
- ট্রান্সফরমারের রেটিং কেন কেবিএ (kVA) তে লেখা হয়ে থাকে?
- ট্রান্সফরমারের কি কি লস হয়?
- এডি কারেন্ট লস কি এবং তা কিভাবে কমানো যায়?
- হিস্টেরেসিস লস কি এবং তা কিভাবে কমানো যায়?
- ট্রান্সফরমারের ওয়েল কি এবং তা কেন ব্যবহার করা হয়?
- আইডিয়াল ট্রান্সফরমার কি?
- আইডিয়াল ট্রান্সফরমারের বৈশিষ্ট্য গুলো কি কি?
- অটো ট্রান্সফরমার কি অথবা কোন ধরনের ট্রান্সফরমারে শুধুমাত্র একটি কয়েল ব্যবহার করা হয়?
- ট্রান্সফরমার স্টেপ আপ অথবা স্টেপ ডাউন বুঝার উপায় কি?
- ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি কি?
- লিকেজ ফ্লাক্স কি?
- ট্রান্সফরমারের কোর কি দিয়ে তৈরি?
- ট্রান্সফরমার ব্যাংকিং কাকে বলে এবং ইহা কত প্রকার ও কি কি?
- ট্রান্সফরমারের সমতুল্য সার্কিট আঁক?
- ট্রান্সফরমারের টেস্ট কেন করা হয়?
- ট্রান্সফরমারের ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট টেস্ট কেন করা হয়?
- নো-লোড অবস্থায় কারেন্টের পরিমান এত কম হয় কেন?
- ভোল্টেজ রেগুলেশন বলতে কি বুঝায়?
- সার্কুলেশন কারেন্ট কি এবং এতে কি সমস্যা হয়?
- ট্রান্সফরমার কেন প্যারালালে সংযোগ করা হয়?
ট্রান্সফরমার কি বা কাকে বলে?
ট্রান্সফরমার একটি স্থির বৈদ্যুতিক যন্ত্র যা বিদ্যুৎ শক্তিকে একটি বৈদ্যুতিক বর্তনি (সার্কিট) থেকে অপর একটি বৈদ্যুতিক বর্তনিতে ফ্রিকুয়েন্সিকে কোন প্রকার পরিবর্তন না করে স্থানান্তর করে।
কার্যপ্রণালীর ওপর ভিত্তি করে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?
কার্যপ্রনালীর উপর ভিত্তি করে ট্রান্সফরমার দুই প্রকার যথাঃ
- স্টেপ আপ ট্রান্সফরমার।
- স্টেপ ডাউন ট্রান্সফরমার।
ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয়?
- ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনে।
- রেডিও, টেলিভিশন, টেপ-রেকর্ডার, ভিসিয়ার ইত্যাদি জায়গায়।
- বৈদ্যুতিক কমিউনিকেশন সার্কিটে
- টেলিফোন ও কন্ট্রোল সার্কিটে
ব্যবহারের উপর ভিত্তি করে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?
ব্যবহারের উপর ভিত্তি করে ট্রান্সফরমার প্রকারভেদ হলো
- পাওয়ার ট্রান্সফরমার
- ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার
- অটো ট্রান্সফরমার
- ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার
ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার আবার দুই প্রকার
- কারেন্ট ট্রান্সফরমার
- পটেনশিয়াল ট্রান্সফরমার
স্থাপন এর উপর ভিত্তি করে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?
স্থাপন এর উপর ভিত্তি করে ট্রান্সফরমারকে নিচের অংশে ভাগ করা যায়
- ইনডোর টাইপ ট্রান্সফরমার
- আউটডোর টাইপ ট্রান্সফরমার
- আন্ডারগ্রাউন্ড ট্রান্সফরমার
- পোল মাউন্টেড ট্রান্সফরমার
ফেজের সংখ্যা অনুসারে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?
ফেজের সংখ্যা অনুসারে ট্রান্সফরমার কে দুই ভাগে ভাগ করা যায়।
- সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার
- পলি ফেজ ট্রান্সফরমার
ফ্রিকোয়েন্সি অনুসারে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?
ফ্রিকোয়েন্সি অনুসারে ট্রান্সফরমার দুই প্রকার।
- রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার
- অডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার
ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি উয়াইন্ডিং কাকে বলে?
ট্রান্সফরমার স্টেপ আপ অথবা স্টেপ ডাউন বুঝার উপায় কি?
ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের তুলনায় সেকেন্ডারি সাইডে যদি প্যাচ সংখ্যা বেশি থাকে তাহলে সেই ট্রান্সফরমার হলো স্টেপ আপ ট্রান্সফরমার।
ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের তুলনায় সেকেন্ডারি সাইডে যদি প্যাচ সংখ্যা কম থাকে তাহলে সেই ট্রান্সফরমার হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার।
ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি কি?
ট্রান্সফরমার কর্মদক্ষতা বলতে বুঝায়, ব্যবহৃত আউটপুট এবং ইনপুট পাওয়ার অনুপাত। পৃথিবীতে এমন কোন মেশিন আবিষ্কার হয় নি যার ইফিসিয়েন্সি ১০০ ভাগ।
কিন্তু একমাত্র ট্রান্সফরমার যার ইফিসিয়েন্সি ইনপুটের ৯০%ভাগ থেকে ৯৯% পাওয়া যায়। সুতারাং এতেই বুঝা যায় যে ট্রন্সফরমারের ইফিসিয়েন্সি খুবই ভালো এবং পাওয়ার লস খুব কম।
লিকেজ ফ্লাক্স কি?
প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলে যে ফ্লাক্স উৎপন্ন হয় তাকেই লিকেজ ফ্লাক্স বলা হয়ে থাকে। প্রাইমারি ফ্লাক্সের তুলনায় সেকেন্ডারিতে যদি ফ্লাক্স বেশি হয় সেক্ষেত্রে আউটপুটে স্বাভাবিকের চেয়ে কম ভোল্টেজ উৎপন্ন হয়।
ট্রান্সফরমারের কোর কি দিয়ে তৈরি?
ট্রান্সফরমারের কোর সাধারণত সিলিকন স্টিল নামক এক ধরনের স্টিল দিয়ে তৈরি। ট্রন্সফরমারের কোরগুলো সাধারণত নরমাল স্টিনলেস স্টিল দিয়ে হয় না।
ট্রান্সফরমার ব্যাংকিং কাকে বলে এবং ইহা কত প্রকার ও কি কি?
ট্রান্সফরমার ব্যাংকিং
কাজের ক্ষেত্রে অনেক সময় ৩ ফেজ ট্রান্সফরমার ব্যবহার না করে ৩ টি এক ফেজ ট্রান্সফরমার এর সাহায্যে ৩ ফেজ সাপ্লাই দিয়ে থাকি। এই ব্যবস্থাকে সাধারণত ট্রান্সফরমার ব্যাংকিং বলে।
কত প্রকার
ট্রান্সফরমার ব্যাংকিং সাধারণত ৬ প্রকার হয়ে থাকে
- স্টার-স্টার
- ডেল্টা-ডেল্টা
- স্টার-ডেল্টা
- ডেল্টা-স্টার
- ওপেন ডেল্টা অথবা (V-V)
- T-T কানেকশন
ট্রান্সফরমারের সমতুল্য সার্কিট আঁক?
রি উয়াইন্ডিং
ট্রান্সফরমারের যে সাইডে সাপ্লাই বা সোর্স যুক্ত করা হয় তাকে প্রাইমারি উয়াইন্ডিং বলা হয়।
সেকেন্ডারি উয়াইন্ডিং
ট্রান্সফরমারের যে সাইডে আউটপুট বা লোড সংযুক্ত করা হয় তাকে সেকেন্ডারি উয়াইন্ডিং বলা হয়।
ট্রান্সফরমারে সংযোগ ছাড়া এক কয়েল থেকে অন্য কয়েলে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হয়?
মিউচুয়াল ইন্ডাকশন এর মাধ্যমে ট্রান্সফরমার এক কয়েল থেকে অন্য কয়েলে বিদ্যুৎ প্রবাহিত হয়ে থাকে। যখন প্রাইমারি কয়েলে সাপ্লাই দেওয়া হয় তখন এর চারপাশে একটি ম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎ চুম্বকীয় আবেশের সৃষ্টি হয়ে থাকে।
তখন এই ফিল্ড থেকেই ফ্লাক্স সংগ্রহ করে সেকেন্ডারি কয়েল এবং এদের মধ্যে মিউচুয়াল ইন্ডাকশনের তৈরি হয় যার ফলে সেকেন্ডারিতে বিদ্যুৎ প্রবাহিত হয়ে থাকে। এই বিদ্যুৎ প্রবাহ মান নির্ভর করে প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যার উপর।
ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিও কাকে বলে?
ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারির ভোল্টেজ, কারেন্ট ও প্যাচ সংখ্যার মধ্যে যে সম্পর্ক থাকে তাকে ট্রান্সফরমেশন রেশিও বলে।
Vp/Vs=Np/Ns=Is/Ip
ট্রান্সফরমারের রেটিং কেন কেবিএ (kVA) তে লেখা হয়ে থাকে?
আমরা জানি ট্রান্সফরমারের মোট লস=কোর লস+কপার লস। কোর লস নির্ভর করে ভোল্টেজের উপর । কপার লস নির্ভর করে কারেন্টের উপর। তাহলে মোট লস নির্ভর করে কারেন্ট এবং ভোল্টেজের উপর কিন্তু উহাদের মধ্যবর্তী ফেজ এঙ্গেলের উপরে নয়।
তাহলে বলা যায় যে পাওয়ার ফ্যাক্টর পরিবর্তনের সাথে মোট লসের কোন সম্পর্ক নেই। তাই ট্রান্সফরমারের রেটিং কেবিএ (kVA) তে লেখা হয়ে থাকে।
ট্রান্সফরমারের কি কি লস হয়?
- কোর লস
- কপার লস
কোর লস
- এডি কারেন্ট লস
- হিস্টেরেসিস লস
কপার লস
- প্রাইমারি উয়াইন্ডিং এ কপার লস।
- সেকেন্ডারি উয়াইন্ডিং এ কপার লস।
এডি কারেন্ট লস কি এবং তা কিভাবে কমানো যায়?
এডি কারেন্ট লস
এডি কারেন্ট কোরের ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় কোর রেজিস্ট্যান্স বাধাগ্রস্ত হয়ে যে অপচয় হয়, তাকেই এডি কারেন্ট লস বলে।
এডি কারেন্ট লস কমানোর উপায়
এডি কারেন্ট লস কমাতে হলে কোরের লেমিনেশন গুলো কে যথা সম্ভব পাতলা বা চিকন করতে হবে এবং লেমিনেশন গুলোকে ভালভাবে লেমিনেটিং বা ইনসুলেটিং করে এডি কারেন্ট লস অনেকাংশে কমানো সম্ভব।
হিস্টেরেসিস লস কি এবং তা কিভাবে কমানো যায়?
হিস্টেরেসিস লস
আমরা জানি অল্টারনেটিং কারেন্ট পর্যায়ক্রমে পরিবর্তিত হয় । অল্টারনেটিং কারেন্ট পর্যায়ক্রমে পরিবর্তিত হওয়ার কারণে চুম্বক ক্ষেত্রের মেরুর দিক পরিবর্তন হয়ে থাকে।
এ পর্যায়ক্রমিক চুম্বকীকরন ও বিচুম্বকীকরেনের ফলে কোরে অনুচুম্বক গুলো স্ব-স্ব স্থানে সংঘর্ষের কারনে পাওয়ার লস হয়, এই লসকেই হিসটেরেসিস লস বলে। হিস্টেরেসিস লসের কারনে তাপ উৎপন্ন হয়ে থাকে। যত বেশি হিস্টেরেসিস লস হবে তত বেশি তাপ উৎপন্ন হবে।
হিস্টেরেসিস লস কমানোর উপায়
এই লস কমানোর জন্য জন্য উচ্চ গুণসম্পন্ন ম্যাগনেটিক শিটের কোর ব্যবহার করতে হবে। যেমনঃ সিলিকন স্টিল।
ট্রান্সফরমারের ওয়েল কি এবং তা কেন ব্যবহার করা হয়?
ট্রান্সফরমার ওয়েল
ট্রান্সফরমারের ট্যাঙ্কের ভিতর যে তৈল ব্যবহার করা হয় সেই তৈল-ই হলো ট্রান্সফরমার ওয়েল।
ওয়েল ব্যবহার
এটি সাধারণত ইন্সুলেশনের জন্য এবং উইন্ডিংকে ঠাণ্ডা রাখার জন্য ব্যবহার করা হয়।
আইডিয়াল ট্রান্সফরমার কি?
আইডিয়াল বা আদর্শ ট্রান্সফরমার বলতে এমন এক ধরনের ট্রান্সফরমারকে বুঝায় যার মধ্যে কোন পাওয়ার লস নেই। অর্থাৎ ইনপুটে দেওয়া ১০০% পাওয়ার আউটপুটে পাওয়া যাবে।
কিন্তু বাস্তবে এমন কোন মেশিন বা বস্তু নেই যার পাওয়ার লস থাকবে না। সব ধরনের মেশিনে পাওয়ার লস থাকে। কিন্তু ট্রান্সফরমারের পাওয়ার লস অনেক কম হয়ে থাকে।
আইডিয়াল ট্রান্সফরমারের বৈশিষ্ট্য গুলো কি কি?
- উয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স খুবই কম থাকবে।
- এতে কোন লিকেজ ফ্লাক্স থাকবে না।
- কোরে কোন প্রকার লস থাকবে না।
- কোরের পারমিয়েবিলিটি বা ভেদ্যতা খুবই উচ্চ মানের।
অটো ট্রান্সফরমার কি অথবা কোন ধরনের ট্রান্সফরমারে শুধুমাত্র একটি কয়েল ব্যবহার করা হয়?
অটো ট্রান্সফরমার হলো এমন এক ধরনের ট্রান্সফরমার যার মধ্যে কেবল মাত্র একটি কয়েল থাকে অর্থাৎ এর কিছু অংশ প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় কয়েলে ইলেক্ট্রিক্যালি ও ম্যাগনেটিক্যালি কমন থাকে।
ট্রান্সফরমার স্টেপ আপ অথবা স্টেপ ডাউন বুঝার উপায় কি?
ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের তুলনায় সেকেন্ডারি সাইডে যদি প্যাচ সংখ্যা বেশি থাকে তাহলে সেই ট্রান্সফরমার হলো স্টেপ আপ ট্রান্সফরমার।
ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের তুলনায় সেকেন্ডারি সাইডে যদি প্যাচ সংখ্যা কম থাকে তাহলে সেই ট্রান্সফরমার হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার।
ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি কি?
ট্রান্সফরমার কর্মদক্ষতা বলতে বুঝায়, ব্যবহৃত আউটপুট এবং ইনপুট পাওয়ার অনুপাত। পৃথিবীতে এমন কোন মেশিন আবিষ্কার হয় নি যার ইফিসিয়েন্সি ১০০ ভাগ।
কিন্তু একমাত্র ট্রান্সফরমার যার ইফিসিয়েন্সি ইনপুটের ৯০%ভাগ থেকে ৯৯% পাওয়া যায়। সুতারাং এতেই বুঝা যায় যে ট্রন্সফরমারের ইফিসিয়েন্সি খুবই ভালো এবং পাওয়ার লস খুব কম।
লিকেজ ফ্লাক্স কি?
প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলে যে ফ্লাক্স উৎপন্ন হয় তাকেই লিকেজ ফ্লাক্স বলা হয়ে থাকে। প্রাইমারি ফ্লাক্সের তুলনায় সেকেন্ডারিতে যদি ফ্লাক্স বেশি হয় সেক্ষেত্রে আউটপুটে স্বাভাবিকের চেয়ে কম ভোল্টেজ উৎপন্ন হয়।
ট্রান্সফরমারের কোর কি দিয়ে তৈরি?
ট্রান্সফরমারের কোর সাধারণত সিলিকন স্টিল নামক এক ধরনের স্টিল দিয়ে তৈরি। ট্রন্সফরমারের কোরগুলো সাধারণত নরমাল স্টিনলেস স্টিল দিয়ে হয় না।
ট্রান্সফরমার ব্যাংকিং কাকে বলে এবং ইহা কত প্রকার ও কি কি?
ট্রান্সফরমার ব্যাংকিং
কাজের ক্ষেত্রে অনেক সময় ৩ ফেজ ট্রান্সফরমার ব্যবহার না করে ৩ টি এক ফেজ ট্রান্সফরমার এর সাহায্যে ৩ ফেজ সাপ্লাই দিয়ে থাকি। এই ব্যবস্থাকে সাধারণত ট্রান্সফরমার ব্যাংকিং বলে।
কত প্রকার
ট্রান্সফরমার ব্যাংকিং সাধারণত ৬ প্রকার হয়ে থাকে
- স্টার-স্টার
- ডেল্টা-ডেল্টা
- স্টার-ডেল্টা
- ডেল্টা-স্টার
- ওপেন ডেল্টা অথবা (V-V)
- T-T কানেকশন
ট্রান্সফরমারের সমতুল্য সার্কিট আঁক?
ট্রান্সফরমারের টেস্ট কেন করা হয়?
আমরা জানি ট্রান্সফরমারের পারফরম্যান্স এর হিসাব সমতুল্য সার্কিটের উপর ভিত্তি করে করা হয়। সমতুল্য সার্কিট চারটি উপাদান নিয়ে গঠিত।
সমতুল্য রেজিস্ট্যান্স R(01) বা R(02) সমতুল্য লিকেজ রিয়্যাক্ট্যান্স X(01) বা X(02) কোর লস রেজিস্ট্যান্স R(0), ম্যাগ্নেটাইজিং রিয়্যাক্ট্যান্স X(0)। এই ধ্রুবক গুলো ব্যবহার করে ট্রান্সফরমারের পারফরম্যান্স খুব সহজে বের করা যায়।
ট্রান্সফরমারের ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট টেস্ট কেন করা হয়?
ওপেন সার্কিট টেস্ট
এই টেস্ট করার সময় হাই সাইড ওপেন রাখতে হয় এবং লো ভোল্টেজ সাইড ইকুইপমেন্ট সংযুক্ত করা হয়। ওপেন সার্কিট টেস্ট যে কারনে করা হয়।
- নো লোড কারেন্ট নির্ণয়
- কোর লস নির্ণয়
এই টেস্ট করার সময় রেটেড ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়।
শর্ট সার্কিট টেস্ট
এই টেস্ট করার জন্য লো ভোল্টেজ সাইডকে শর্ট করতে হয়। শর্ট সার্কিট টেস্ট যে কারনে করা হয়ঃ
- কপার লস নির্ণয় করার জন্য
- সমতুল্য রেজিস্ট্যান্স, রিয়াক্ট্যান্স এবং ইম্পিড্যান্স নির্ণয় করার জন্য
- ইফিসিয়েন্সি এবং ভোল্টেজ রেগুলেশন নির্নয় করার জন্য
নো-লোড অবস্থায় কারেন্টের পরিমান এত কম হয় কেন?
নো-লোড অবস্থায় ট্রান্সফরমারের প্রাইমারীতে কারেন্টের পরিমান খুব কম হয়ে থাকে কারন ট্রান্সফরমার ডিজাইন এর সময় এর উয়াইন্ডিং এ প্রয়োজনীয় সংখ্যক টার্ন দেওয়া হয়।
এর ফলে উচ্চমানের ইন্ডাক্টিভ সার্কিটে পরিণত হয়। এমন অবস্থায় যখন ভোল্টেজ আরোপিত হয় তখন সেলফ ইন্ডাকশনের কারনে কাউন্টার ইএমএফ তৈরি হয় এবং কারেন্টকে সিমিত রাখে। এই কারনে নো-লোড অবস্থায় কারেন্টের পরিমান এত কম হয়।
ভোল্টেজ রেগুলেশন বলতে কি বুঝায়?
ট্রান্সফরমারের ভোল্টেজ বৃদ্ধি পেলে সেকেন্ডারিতে ভোল্টেজ কমে যায়। তাই নো লোড ভোল্টেজ হতে ফুল লোড ভোল্টেজ পর্যন্ত মোট ভোল্টেজ ড্রপকে ফুল লোড ভোল্টেজ দ্বারা ভাগ করলে ভোল্টেজ রেগুলেশন পাওয়া যায়। একে শতকরা হিসেবে প্রকাশ করা হয়।
সার্কুলেশন কারেন্ট কি এবং এতে কি সমস্যা হয়?
সার্কুলেশন কারেন্ট
প্যারালাল অপারেশনের সময় যদি উভয় ট্রান্সফরমারে ট্রান্সফরমেশন রেশিও এক না হয় তাহলে আমরা জানি ট্রন্সফরমারের ইন্ডিউসড সেকেন্ডারি ইএমএফ এর কম-বেশি বা অসমতা বিরাজ করে।
এবং সঠিকভাবে ফেজ বিপরীত বা অপজিশন হয় না যার ফলে লোড অবস্থায় এমনকি নো-লোড অবস্থায় ট্রান্সফরমারের উভয় উয়াইন্ডিং এর কিছু কারেন্ট আবর্তাকারে বা ঘূর্ণন কারে প্রবাহিত হয়, ইহাই সার্কুলেশন কারেন্ট।
সমস্যা
- অসম লোড বহনের প্রবনতা সৃষ্টি হয়।
- এর ফলে পূর্ণভাবে KVA আউটপুট পাওয়া যায় না।
- ট্রান্সফরমার অতিরিক্ত গরম হয়ে যায়
ট্রান্সফরমার কেন প্যারালালে সংযোগ করা হয়?
অনেক সময় ট্রান্সফরমারকে অতিরিক্ত লোড বহন করার জন্য প্রয়োজন হতে পারে। এই অবস্থায় দুই বা ততদিক ট্রান্সফরমারকে প্যারালালে সংযোগ করতে হয়।
প্যারালাল সার্কিটে সংযুক্ত করতে হলে নিচের শর্তগুলো পুরন করতে হয়।
- সবগুলো ট্রান্সফরমার এর হাই এবং লো সাইডের ভোল্টেজ রেটিং একই হতে হবে অর্থাৎ ট্রান্সফরামার রেশিও একই হতে হবে।
- ট্রান্সফরমার সমূহকে সঠিক পোলারিটি অনুযায়ী সংযোগ দিতে হবে।
- প্রতিটি ট্রান্সফরমারের সমতুল্য ইম্পিডেন্স অবশ্যই KVA রেটিং এর উল্টানুপাতিক হতে হবে।
- প্রতিটি ট্রান্সফরমারের নিজস্ব সমতুল্য রেজিস্ট্যান্স এবং রিয়্যাক্ট্যান্স এর অনুপাত একই হতে হবে।
- ফেজ সিকুয়েন্স অবশ্যই একই হতে হবে
ভাই এটা pdf ফাইল আকারে দিলে ভাল হয়।
উত্তরমুছুনThanks.....
উত্তরমুছুনজাজাকাল্লাহ খাইরান
উত্তরমুছুন