Dr. Md.Arif

পানির লেভেল পরিমাপক এবং এলার্ম

কেন পানির লেভেল পরিমাপক এবং এলার্ম সার্কিট ব্যবহার করবেন ?
আমরা বাসায় এবং অফিসে সবজায়গায় পানির ট্যাংক ব্যবহার করি। মোটর অন করে চিন্তায় থাকি কখন পানির ট্যাংক পূর্ণ হবে।
আবার অনেক সময় মোটর অন করার পূর্বে জানতেও পারি না যে ট্যাংকে কি পরিমান পানি আছে।
  • যদি এই সমস্যা একটি মাত্র সার্কিট দিয়ে সমাধান করা যায় !!!
হ্যা, এই “পানির লেভেল পরিমাপক এবং এলার্ম” প্রজেক্টের মাধ্যমে আপনি সমাধান পাবেন এই সব সমস্যার। ব্যবহার সমূহঃ
  1.  ট্যাংকটি কি পরিমান পূর্ণ  আছে তা বুঝা যাবে।
  2.  ট্যাংকটি পূর্ণ হলে তা এলার্ম দিবে।
এই প্রজেক্টটি খুব সহজ এবং স্বল্প মূল্যে তৈরি করা সম্ভব।

প্রয়োজনীয় কম্পোনেন্ট সমূহঃ

  • এলইডি (LED) [2 টি সবুজ, 1 টি লাল] – মোট 3 টি।
  • রেজিস্টর 1 KΩ – 3 টি।
  • মেটাল কন্ডাক্টর (ধাতব পরিবাহী) – 4 টি।
  • আইসি ULN2003 – 1 টি।
  • ডিজিটাল Buzzer – 1  টি।
  • 12 ভোল্ট ভিসি পাওয়ার সাপ্লাই / ব্যাটারি – 1 টি।

সার্কিট ডায়াগ্রামঃ

সার্কিটের বৈশিষ্ট্যঃ
  • এই সার্কিটে পানির তিনটি লেভেল চিহ্নিত করা যায় – নিম্ন, মধ্যম ও উচ্চ স্তর।
  • পানি যখন মেটাল কন্ডাক্টর স্পর্শ করে তখন LED গুলো জ্বলে উঠে।
  • পানি যখন উচ্চ স্তর এ পৌছে তখন সবগুলো LED গুলো জ্বলে এবং Buzzer বেজে চলে..।

সংযোগ ও কার্যবিবরণঃ

  • সার্কিটে ব্যবহৃত আইসি ULN2003 এর 2,4,7 নং পিন যথাক্রমে নিম্ন, মধ্যম ও উচ্চ স্তরের ইনপুট হিসেবে মেটাল কন্ডাক্টর M3, M2, M1 এর সাথে যুক্ত থাকে।
  • আট নং পিন গ্রাউন্ড এর সাথে যুক্ত থাকে।
  • 9 নং পিন এবং মেটাল কন্ডাক্টর M4, সাপ্লাই এর Vcc (+) এর সাথে যুক্ত থাকে।
  • 15, 13 এবং 10 নং পিন 3 টি 1 KΩ রেজিস্টর এবং ডায়োডের এক প্রান্তের সাথে সিরিজে যুক্ত করে ডায়োডের অপর প্রান্ত Vcc (+) এর সাথে যুক্ত থাকে। (চিত্র অনুযায়ি)
  • 10 নং পিন এবং লাল এলইডি এর সাথে একটি Buzzer প্যারালাল এ যুক্ত হবে চিত্রানুসারে।

কোন মন্তব্য নেই

mammamaart থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.